সাভার ও আশুলিয়ায় মোহাম্মদ আইয়ুব খানের পূজা মন্ডপ পরিদর্শন ও সহযোগিতা অব্যাহত 

0

আখতার রাফি : সাভার ও আশুলিয়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মোট ২১৪টি পূজা মন্ডপে চলছে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবক সংগঠন নানা রকম সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে হিন্দু সম্প্রদায়ের পাশে। গত কয়েকদিন ধরে বিএনপি’র নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আজ সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করতে এসে বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি এবং সেই সঙ্গে আর্থিক সহযোগিতা সহ তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি। মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here