ঢাকার সাভারে বাজার রোড এলাকা থেকে হত্যা মামলার আসামি মোহাম্মদ আবু সাঈদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আবু সাঈদের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতার আবু সাঈদ (৫২) সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ঘনিষ্ঠজন ছিলেন। মন্ত্রীর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, আবু সাঈদের বাড়ি গোপালগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে সাভার পৌরএলাকার গেন্ডা মহল্লায় বসবাস করছিলেন। তিনি পরিবহনে চাঁদাবাজিসহ ফুটপাতে বাজার বসিয়ে চাঁদা আদায় করতেন। এসব কাজের জন্য তার বিশাল বাহিনী ছিল।
আবু সাঈদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, রবিবার বাজার রোড থেকে আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।