সাভারে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

0

আখতার রাফি:- সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে (২১) তুলে নিয়ে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত রাহাত সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দেনা গ্রামের সাঈদ সরকারের ছেলে। বর্তমানে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় থাকেতেন। অভিযুক্ত রাহাত বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারকাজুল ইসলাম আকাশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জাড়িত।

মামলার অন্য আসামিরা হলেন- সাভারের বিরুলিয়ান আক্রান নামাপাড়ার জলিলের ছেলে মনছুর (৪০), একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধানের ছেলে সাহিম(২৩), টিপুর ছেলে টুটুল (২৪)।
নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ জেলা থানার কাচারি পাড়া এলাকার ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷ তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার বেলা ১২টার দিকে সাভার মডেল থানায় এবিষয়ে ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিরুলিয়ার খাগান এলাকায় যান হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জেরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। পরে অন্তরকে অপহরণ করে পাশ্ববর্তী বউবাজারের একটি বাগানে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আহত অন্তরকে আশুলিয়ার রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর অন্তর মারা যান।

এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দয়ের করলে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি রাহাত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here