সাভারের হেমায়েতপুর একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর আলমনগর কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, রাতে বিএনপি নেতা কফিল উদ্দিন ফিলিং ষ্টেশনে সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো বাসটি আগুনে পুড়ে যায়। বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কে উলাইল বাসস্ট্যান্ড এলাকায় মোটর সাইকেলে আসা পিকেটাররা বেশ কয়েকটা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে দ্রুত পালিয়ে যায় তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।