স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় পলাতক আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাভার থানা যুবলীগের কর্মী এবং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, শুক্রবার দুপুরে বদরুলকে আদালতে রিমান্ডের জন্য পাঠানো হয়। তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলেও শুনানি না হওয়ায় আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল রবিবার পুনরায় রিমান্ড শুনানি হতে পারে।
এর আগে বৃহস্পতিবার হেমায়েতপুরে আওয়ামী লীগ নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাড়ির পাশে ভাঙাব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে গোপন অভিযানে (অপারেশন: ডেভিল হান্ট) র্যাব-৪ বদরুলকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বদরুল আত্মগোপনে ছিলেন এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের আশ্রয়ে অবস্থান করছিলেন। পাশাপাশি রাজিব সমরদের সাথে ছিলো তার ব্যাবসায়ীক সম্পর্কও।
হেমায়েতপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,
“বদরুলই সম্প্রতি সাভারের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনার অর্থ জোগান দিয়েছে। এ কাজে তার নির্দেশে কয়েকজন স্থানীয় আওয়ামী পন্থী নেতা-কর্মী অংশ নেয়। বদরুল রাজিব সমরের প্রেতাত্মা।”
এদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের সঙ্গে যুবদল নেতা শাওন সরকারের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শাওন সরকার বলেন,
“ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতার অভিযোগে আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামীগ। শুধুমাত্র বিএনপি’র মতাদর্শী হওয়ার কারণে ব্যাহত হয়েছে নিজের ব্যবসা-বাণিজ্য পরিচালনা। আমি আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে বিশ্বাসী। আমার পরিবার— সবাই বিএনপির রাজনীতি করি। যে ছবিগুলো ছড়ানো হয়েছে সেগুলো এআই প্রযুক্তিতে তৈরি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের কোন দোসরের সাথে আমার ছবি থাকতেই পারেনা। যেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেগুলো এআই প্রযুক্তি ব্যবহার করেই বানানো হয়েছে। এহেন অপকর্ম করে আমাকে রাজনৈতিক ভাবে হেনস্তার জন্যই এমন অপপ্রচার চালানো হচ্ছে। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে অর্থের যোগান দিচ্ছে ইতি মধ্যে তাদের তথ্য আমার কাছে আসতে শুরু করেছে।”
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের সাথে যুবদল নেতা শাওন সরকারের কোন সংশ্লিষ্টা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, এমন আজগুবি তথ্য কোথা থেকে পান আপনারা। বদরুলের সাথে কোন বিএনপি কিংবা যুবদল নেতার সংশ্লিস্টতা আছে পুলিশ এমন কোন তথ্য পয়নি। বদরুল আলম সরদারকে র্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানানি হয়নি, আগামিকাল রবিবার হতে পারে। তার বিরুদ্ধে আরো মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে।
রাজিব সমরের সহযোগী আওয়ামী দোসর, গ্রেপ্তার বদরুল আলম সরদারকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাভারজুড়ে এই ঘটনায় নতুন আলোচনার ঝড় উঠেছে।

