আজ বুধবার (১৫/১০/২৫ ইং) সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে অবহিত করতে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের পক্ষ থেকে সাভার পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ দফার বই বিতরণ করা হয়েছে। এসময় ৩১ দফার বই বিতরণকারী নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের মাঝে বই তুলে দেন এবং সকলকে তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবহিত করতে অনুরোধ জানান।