সাভারে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমকে হত্যা চেষ্টার অভিযোগ ,  আটক ২ 

0

সাভারের বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমকে  হত্যার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে সাভার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু এবং দুইটি রামদা উদ্ধার করা হয়।  

গতকাল রাত ৮:৩০ মিনিটের সময় সাভারের ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় কয়েকজন যুবককে সন্দেহজনক ওই ভিড়ের মধ্যে ঘুরাফেরা করতে দেখে উপস্থিত নেতাকর্মীরা তাদের দুজনকে ধরে দেহ তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করে। বাকি ৫/৬ জন সন্ত্রাসী এ সময় দুইটি রামদা ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুইটি চাকু ও দুইটি রামদাসহ পারভেজ ও বাশার নামে দুইজনকে আটক করে। আটককৃত ২ যুবকের বাসা সাভারের বনপুকুর এলাকায়। এ ব্যাপারে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম অভিযোগ করে বলেন, সাভারের বিতর্কিত আওয়ামী লীগের দোসর ওবায়দুর রহমান অভি তিন দিন আগে আমাকে ফোনে হত্যা করার হুমকি দেয়। আজকে ওবায়দুর রহমান অভির সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিল। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছি। দ্রুত আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here