রাউফুর রহমান পরাগ : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিএনপি’র সাবেক উপজেলা সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকার বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। এছাড়াও তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন আমরা সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি।পরবর্তীতে প্রতিটি পূজা মন্ডপের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এসময় ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।