সাভারে ডিবির হাতে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

0

আখতার রাফি : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের গেন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার পশ্চিম চর লক্ষীপুর এলাকার মোতাহার মোল্লার ছেলে ইমরান হোসেন (২৭) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার-আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার ইমরান হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৫টি এবং বাবুল হাওলাদারের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here