সাভারে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

0

আখতার রাফি : ঢাকার সাভারে অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিন সুন্দর কাথা এলাকার গুলজার হোসেন মানিকের ছেলে জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা এলাকার মৃত হায়দার আলীর ছেলে আল আমিন (৩২) ও সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)। এদের মধ্যে আপন সাভারের মধুমতি মডেল টাউন ও আল আমিন সাভারের ইমান্দিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তfরা মূলত ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীদের পিসিপিআর পর্যালোচনা দেখা যায় জাহাঙ্গীর হোসেন আপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here