আখতার রাফি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮/১১/২৫ ইং) ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে বাদ আসর সাভার পৌরসভার কাতলাপুর এলাকার ঢাকা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

