সাভারে এক ব্যাবসায়ীকে নির্মম ভাবে হত্যা

0

আখতার রাফি : সাভারে এক ব্যবসায়ীকে চোখ উপরে ও লিঙ্গ কর্তন করে হত্যা করেছে দুর্বৃওরা। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে চোখ উপরে ও লিঙ্গ কর্তন করে হত্যা করে দুর্বৃওরা। পরে ঘরের মধ্যে বিকেলে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে জুতা কিনে দোকানে দোকানে বিক্রি করতেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here