সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

 

আখতার রাফি : সাভারে ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের সিজন ৩ এর ফাইনাল খেলায় যোগ দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান জানান  বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় আমান উল্লাহ আমান আরো বলেন, সারা দেশে নাশকতা সৃষ্টি করে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে বলেও বলেন তিনি। এসময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ অনেকে উপস্থিত ছিলেন। খেলায় আর এম এন্টারপ্রাইজকে ২-১ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here