আখতার রাফি : সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪টি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা । যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে ৪টি কারখানা মালিককে নগদ চার লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্রুত বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, সাভার উপজেলাকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড ঘোষণা করেছে তাই কোন অবৈধ ফ্যাক্টরি থাকা যাবে না। অভিযানে এসময় পুলিশ প্রশাসন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।