সাভারে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সাভারের চাঁপাইনের লালটেক এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ওই এলাকার একটি ডোবায় অজ্ঞাত আনুমানিক চল্লিশ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা অজ্ঞাত ওই যুবককে দুর্বৃত্তরা তিন থেকে চার দিন আগে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।
দু’টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।