২৫ এ মার্চ রাতের আধারে সাভারের শিমুলিয়ার ৪নং ওয়ার্ড ছনটেকি গ্রামের এক বৈদ্যুতিক খুটি থেকে চুরি হয়েছে ট্রান্সফরমার।
খুটি টির পাশের বাড়ির লোক জানিয়েছেন যে রাত ১টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায় তখন কিছু মানুষের কথা ও শব্দ শোনাতে পায় তারা কিন্তু তখন বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় তারা আর বের হবার সাহস করে ওঠেনি।
খাম্বার পাশেই রয়েছে সিসি ক্যামেরা।
কিন্তু এলাকার মানুষ ছাড়া কারো জানার কথা না যে সেই ক্যামেরা কাজ করেনা।
ইতিপূর্বেও এলাকায় চুরির ঘটনা ঘটেছে এবং প্রমাণ সহ ধরার পরেও উপযুক্ত বিচারের অভাবে এমন চুরির ঘটনা ঘটে চলেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর উদ্যোগে ১ লাখ টাকা চাঁদা তুলে আবার ট্রান্সফরমার অর্ডার করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ অফিসার লোক জানিয়েছেন যে আবার নতুন ট্রান্সফরমার লাগাতে তাদের ১ লাখ টাকা দিতে হবে।
ট্রান্সফরমার চুরির ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ জানান যে দেশের বিভিন্ন এলাকা থেকে এমন ট্রান্সফরমার চুরি হচ্ছে, খুব বড় চক্র এর সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে।
আমরা তদন্ত করছি, অবশ্যই ট্রান্সফরমার চোর কে আইনের আওতায় আনা হবে।