মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২১ সালে তৎকালীন সরকারের বিরুদ্ধে একটি কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীকে গুলি হত্যা করা হয়। এমন অভিযোগে ট্রাইব্যুনালে তদন্ত হয়েছে। তদন্ত চলাকালীন অবস্থায় অন্য মামলায় গ্রেফতার হন উবায়দুল মোকতাদির। তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৪ ডিসেম্বর তাকে হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে তোলা হয়। একাধিক হত্যা মামলা মাথায় নিয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

