সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ, ব্রাজিল দল থেকে বাদ আন্তনি

0

নারী, বান্ধবী কিংবা পার্টি- বিতর্ক ছাড়া যেন ব্রাজিলিয়ান ফুটবলারদের জীবনটাই অপূর্ণ। মাঠের বাইরের এসব বিতর্কের তালিকায় এবার নাম লেখাচ্ছেন আরেক তরুণ ব্রাজিলিয়ান অ্যান্তোনি। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই উইঙ্গারও নারীঘটিত অপরাধে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাবেক প্রেমিকার অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকেও বাদ পড়েছেন তিনি। তার বদলে ডাক পেয়েছেন ইনজুরি ফেরত আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল জেসুস।

অ্যান্তোনির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বিরুদ্ধে বান্ধবীকে নিপীড়ণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। একাধিকবার নাকি তাকে আঘাতও করেছেন ম্যান ইউনাইটেডের এই তারকা।

অ্যান্তোনি দাবি করেছেন, তার সাবেক বান্ধবী বেশ কয়েকবার বিবৃতি বদলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন, দুই পক্ষই একাধিকবার নিজেদের একে অন্যের বিপক্ষে মৌখিকভাবে চড়াও হয়েছেন। তবে শারীরিকভাবে আঘাতের কোন ঘটনাই ঘটেনি।  

অ্যান্তোনি তার ওপর আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেও ব্রাজিলের ফুটবল ফেডারেশন একে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। আগামী ৯ ও ১৪ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘যে ঘটনা প্রকাশ্যে এসেছে এবং এ  ব্যাপারে যেহেতু তদন্ত হওয়া প্রয়োজন, তাই ভুক্তভোগী, খেলোয়াড় ও ব্রাজিলিয়ান জাতীয় দলের স্বার্থে ফেডারেশন তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here