সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবিতে বিক্ষোভ

0

সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একইসঙ্গে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি জানানো হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। 

সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মন্টু। 

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রফিক সরকার ও জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি ন্যায়বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। নিষ্পত্তি হওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনা ক্ষমতায় আসতে পারবে না জেনে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছেন। এখনো দেশের উচ্চ ও নিম্ন আদালতে খায়রুল হকের দোসর রয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে। 

অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here