সাবেক নৌ কমান্ডারকে অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান করলেন নেতানিয়াহু

0

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের পরবর্তী প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডার এলি শারভিটকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

সোমবার নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। যদিও সুপ্রিম কোর্ট পদস্থ ব্যক্তিকে বরখাস্ত করার জন্য সরকারের প্রচেষ্টা স্থগিত করেছে। 

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাতজন যোগ্য প্রার্থীর সাথে সাক্ষাৎকারের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাবেক নৌ কমান্ডার অ্যাডমিরাল রিজার্ভিস্ট এলি শারভিটকে শিন বেটকে পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গোয়েন্দা প্রধান রোনেন বারকে পূর্ববর্তী ইসরায়েলি সরকার নিয়োগ দিয়েছিল।

সূত্র : ফ্রান্স২৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here