সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক

0
সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদের ৫ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৫৮৬ টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত সম্পত্তি ক্রোকের এ আদেশ দেন। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। 

ক্রোক করা সম্পত্তির মধ্যে একটি ফ্ল্যাটসহ মোট ৩৮ দশমিক ৯৩৩ শতাংশ জমি রয়েছে। 

জসীম উদ্দিন খান জানান, মানি লন্ডারিং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ফোয়াদ ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের এমপি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস। সেই সময় ফোয়াদ হেলমেট, হাতুরী বাহিনী সৃষ্টি করে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত, বিএডিসি, পাসপোর্ট অপিস, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। এসব টেন্ডার থেকে বড় অংকের কমিশন গ্রহণ করে বিপুল সম্পদ গড়ে তোলেন। 

তিনি আরো জানান, ফোয়াদ বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। তদন্তে বেড়িয়ে আসে ফোয়াদ নিজের নামে ছাড়াও তার দুই স্ত্রীর নামে, শাশুড়ির নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। বেনামে বিলাস বহুল বাস কিনে পরিবহন খাতেও বিনিয়োগ করেন। অনুসন্ধান শেষে সিআইডি বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত আগস্ট মাসে একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিচালনা করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here