আইনজীবী সমাজকে নিয়ে ‘কটুক্তি’ করায় মানহানির অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী বিবাদীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
মামলার বরাতে বাদী আবুল কালাম আজাদ ইমন জানান, গত ৫ নভেম্বর বাবুগঞ্জের কেদারপুরে বিএনপির এক জনসভায় ফরহাদ আইনজীবীদের নিয়ে কটুক্তি করে বলেন ওকালতি যারা করেন তারা টাউট-বাটপার হয়। এই বক্তব্যে সারা দেশের আইনজীবীদের সম্মান ক্ষুন্ন হয়েছে। আইনজীবীরা বাংলাদেশ বার কাউন্সিল এ্যাক্টের আওতায় পরিচালিত হয়। তাই তার বক্তব্যে রাষ্ট্রদ্রোহীতার শামিল। বিষয়টি আইনজীবীদের প্রতি অবমাননাকর ও মানহানিকর। আইনজীবী সম্প্রদায়ের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করার লক্ষ্য নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টির উদ্দেশ্যে এ বক্তব্য দিয়েছেন। তাই আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও চেয়েছিলেন বাদী।
এদিকে, এ বক্তব্য নিয়ে গত ৬ নভেম্বর বরিশাল জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করে ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। একই সাথে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। পরদিন ৭ নভেম্বর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করে দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন এম মেজবাহউদ্দিন ফরহাদ। কিন্তু আইনজীবীরা তা ‘কৌশলী ও অসত্য’ বলে দাবি করেন।

