সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত লড়াই ৪-৪ গোলে ড্রয়ে শেষ হয়েছে। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশি দুই দলই আক্রমণ ও রক্ষণে সমানভাবে লড়াই করেছে।
ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তিন মিনিটের মধ্যে আনমল অধিকারীর গোলে ভারত সমতায় ফেরে।
ষোড়শ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ; অধিনায়ক রাহবার খান দলের দ্বিতীয় গোল করেন। প্রধামার্ধের শেষ মুহূর্তে লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের গোলকিপার তুহিনকে বিভ্রান্ত করে ভারতের জালে গিয়ে পরিণত হয় এবং প্রধামার্ধ ২-২ সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রোলুয়াপুইয়ার গোলে ভারত এগিয়ে যায়। কিন্তু মঈনের গোল বাংলাদেশের সমতা ফিরিয়ে আনে। ৩৬তম মিনিটে রোলুয়াপুইয়া পোস্ট ছেড়ে বেরিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে আবারও ভারতকে এগিয়ে দেন।
নাটকীয়তা শেষ হয়নি। ভারতের আনমল তালগোল পাকিয়ে বল হারালে তা পেয়ে অধিনায়ক রাহবার ক্ষিপ্রতায় নিখুঁত শটে গোল করে ৪-৪ সমতায় দলকে ফেরান।

