সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর ৪২তম মিনিটে সোহেল রানার ক্রসে তপু বর্মনের হেড পাস থেকে গোলের দেখা পান রাকিব। সমতায় ফেরে জামাল ভূঁইয়ার দল।
ম্যাচ শেষে রাকিব জানালেন, ‘এই জয়টা আমাদের জন্য ভীষণ আনন্দের। প্রথম ম্যাচ হেরে আমরা চাপে ছিলাম। এ ম্যাচে আমাদের জয় দরকার ছিল। আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা জিততে পারব। কেননা, আমরা সাফে টিকে থাকতে চেয়েছিলাম।’
সামনের ম্যাচে ভুটানের বিরুদ্ধেও গোলের ধারায় থাকতে আশাবাদী ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।