সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। কম্বোডিয়া থেকে ব্যাংকক হয়ে শনিবার ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছেছে বাংলাদেশ দল।
এর আগে সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মি এবং কম্বোডিয়ার জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ও পেয়েছে তারা। ফলে আত্মবিশ্বাস নিয়েই সাফমিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।