সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: একদিন আগেই শেষ বাংলাদেশ ম্যাচের টিকিট

0

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুন) স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরইমধ্যে ম্যাচটির ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। নমপেনের এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার।

কম্বোডিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দল জয় ভিন্ন কিছু ভাবছে না বলে জানিয়েছেন কাবরেরা। বুধবার (১৪ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। তবে আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ বছর আমাদের বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। বিশ্বকাপ বাছাই বেশ গুরুত্বপূর্ণ তবে এখন সবচেয়ে বেশি মনোযোগ সাফ টুর্নামেন্টে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here