সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

0

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফের নবম শিরোপা জিতেছে ভারত। তবে সাফের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির ফাইনাল। তবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ফাইনালের মতোই।

দক্ষিণ এশিয়ায় ফুটবলের সেরা আসর সাফ চ্যাম্পিয়নশিপ মানেই ভারতের একক আধিপত্য। ১৪ বার অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। এর মধ্যে ভারতই নয়বার চ্যাম্পিয়ন হলো। বাকি পাঁচবারের মধ্যে মালদ্বীপ দুইবার এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোল হারে বাংলাদেশ। এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই ৩-১ গোলে জিতে নাম লেখায় সেমিফাইনালে। শেষ চারে ০-১ গোলে হেরে যায় কুয়েতের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here