ঝিনাইদহে সাপের কামড়ে রহিম মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব-তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম ওই গ্রামের মৃত সাহেব আলী ছেলে। সে পেশায় একজন কৃষক।
জানা যায়, কৃষক রহিম মোল্লা দুপুরে খাওয়ার পর নিজ ঘরের বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তার ব্যবহৃত গামছা খাটের উপর থেকে মাটিতে পড়ে যায়। এ সমসয় হাত বাড়িয়ে সে গামছাটি তুলতে যায়। সে সময় হঠাৎ করেই তার হাতে সাপটি কামড় দিয়ে পালিয়ে যায়। তবে সাপটি কেউ দেখতে পায়নি। এরপর পারিবার তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নিতে বলেন। কিন্তু হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহা ইসরাইল জানান, হাসপাতালের পৌঁছানোর পূর্বেই লোকটির মৃত্যু হয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এতথ্য নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।