পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক নিজ দেশের অভিনেত্রী সানা জাভেদকে তৃতীয় বিয়ে করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন। তার এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা, চর্চা ও প্রশ্নের মুখে পড়েছেন শোয়েব। এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এতদিন কথা হয়েছে। তবে তাতে সাড়া দিতে দেখা যায়নি শোয়েব মালিককে। এবার সেই নীরবতা ভেঙে খোলামেলা কথা বললেন পাকিস্তানের এ ক্রিকেটার।
বলিউড তারকাভিত্তিক সংবাদমাদ্যম কইমই এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটার শোয়েব এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন- আপনার মন যা চায় সেটিই করা উচিত। লোকে কী মনে করবে সেসব ভাবার কোনো প্রয়োজন নেই। লোকে কী বলবে তাতে কর্ণপাত না করে আপনি আপনার কাজ করুন। এতে আপনার ১০ বছর লাগুক আর ২০ বছর লাগুক।
তার অভিযোগ, শোয়েব মালিকের বিয়েবহির্ভূত সম্পর্কের কারণেই বিচ্ছেদ হয়েছে। ক্রিকেটারের একাধিক সম্পর্ক নিয়ে বেশ বিরক্ত ছিলেন সানিয়া মির্জা। উল্লেখ্য, ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের গাঁটছড়া বাধার সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়েছিল দুই দেশেই। মূলত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তারা।
২০১০ সালে বিয়ে করেন তারা। শোয়েব মালিককে ভারতের হায়দ্রাবাদে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে পুত্রসন্তান আসে। গত বছর বিচ্ছেদ হয় তাদের। পাকিস্তানি এই ক্রিকেটারের সঙ্গে বিয়ের আগে সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়েছিল সানিয়া মির্জার। এছাড়া আয়েশা সিদ্দিকি নামের এক নারীর সঙ্গে শোয়েবের প্রথম বিয়ে হয় বলে শোনা যায়।