রঙিন পোশাকের বিষাদ যখন সঙ্গী, সাদা পোশাকের উচ্ছ্বাসের ছোঁয়াও তখনই পেলেন ধানাঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে দলে জায়গা হারানো ক্রিকেটার এখন টেস্ট দলের অধিনায়ক। দিমুথ কারুনারাত্নের জায়গায় শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ধানাঞ্জায়াকে। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা নিশ্চিত করেছেন এই পরিবর্তন। দেশটির ১৮তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন ধানাঞ্জায়া।
শ্রীলঙ্কার হয়ে ৫১ টেস্ট খেলে ১০ সেঞ্চুরিতে ৩ হাজার ৩৫১ রান করেছেন ধানাঞ্জায়া। এছাড়াও ওয়ানডে খেলেছেন তিনি ৯০টি, টি-টোয়েন্টি ৩৯টি। কোনো সংস্করণেই এখনও নেতৃত্বের অভিজ্ঞতা নেই ৩২ বছর বয়সী অলরাউন্ডারের। এই নিয়ে তিন সংস্করণেই শ্রীলঙ্কার নেতৃত্বের পরিবর্তন এলো সাম্প্রতিক সময়ে। কদিন আগেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে কুসাল মেন্ডিসকে, টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এরপর ভালো-মন্দ মিশিয়ে কেটেছে তার নেতৃত্বের অধ্যায়। সব মিলিয়ে ৩০ টেস্টে অধিনায়কত্ব করে তার জয়-হার সমান ১২টি করে। তবে মাঠের ফলাফল ছাপিয়ে তার নেতৃত্বের প্রভাব ছিল আরও। ড্রেসিং রুমকে ধীরস্থির ও স্থিতিশীল করে তুলেছিলেন তিনি।
নেতৃত্বে তার ব্যাটিং ফর্মও বেশির ভাগ সময় ছিল ভালো। ৩৫ বছর বয়সী ওপেনারের ক্যারিয়ার ব্যাটিং গড় ৪০.৯৩। কিন্তু অধিনায়ক হিসেবে ব্যাটিং গড় ৪৯.৮৬। নেতৃত্বের ৩০ টেস্টে তার সেঞ্চুরি ৮টি, বাকি ৫৮ টেস্টে সেঞ্চুরি ৮টি।
তার জায়গায় দায়িত্ব পাওয়া ধানাঞ্জায়াও শ্রীলঙ্কার টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ। এই সংস্করণে বেশ ভালো ফর্মেও আছেন তিনি। তার নেতৃত্বের অধ্যায় শুরু হবে আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে। নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে সামাজিকমাধ্যমে বিদায়ী অধিনায়ক কারুনারাত্নে বললেন, উপযুক্ত একজনকই বেছে নেওয়া হয়েছে নেতৃত্বের জন্য।