সাত হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ ত্রাণ উপকমিটির

0

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাত হাজার মানুষকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে দেড় হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, এরশাদ উদ্দিন প্রমুখ।

শুক্রবার সরেজমিনে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, লাইনে বসা সবার হাতে প্যাকেট। এক সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ করা দেড় হাজার মানুষকে বেশ শৃঙ্খল পরিবেশ দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here