দীর্ঘ সাত বছর পর কিশোরগঞ্জের চাঞ্চল্যকর শোলাকিয়া জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাক্ষ্য গ্রহণের সময় মামলার পাঁচ আসামির সকলকেই আদালতে উপস্থিত করা হয়। এ সময় বাদীসহ ১৭ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক।
শোলাকিয়া জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলাটি বর্তমানে বিশেষ ট্রাইব্যুনাল সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন রয়েছে। কিশোরগঞ্জ আদালতের সরকারি কৌশলী (পিপি) এডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি কৌশলী (পিপি) এডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু বলেন, ঘটনার সাত বছর পরে হলেও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় দ্রুত মামলার বিচারিক কার্যক্রম শেষ করা সম্ভব হবে। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।