সাত গোলের থ্রিলারে ইউনাইটেডের জয়

0

প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে উলভসকে ৪-৩ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭ গোলের এ থ্রিলার জিতে পয়েন্ট তালিকার ৭ নম্বরে থাকল ইউনাইটেড। ২২ ম্যাচে ‘রেড ডেভিল’দের পয়েন্ট ৩৫। আর ১১ নম্বরে থাকা উলভসের পয়েন্ট ২৯।

মলিনেক্স স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন। প্রথমার্ধে আরও দুবার বল জালে পাঠায় সফরকারীরা। কিন্তু রেফারির অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয় তা।

৮৫ মিনিটে ম্যাক্স কিলম্যান ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নেতোর গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে উলভস। কিন্তু রোমাঞ্চের তখনো শেষ হয়নি। দুই মিনিট পর ১৮ বছর বয়সী কোবি মাইনোর গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। সেই গোলে ভর করেই পূর্ণ ৩ পয়েন্ট পায় তারা।

প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে এরিক টেন হাগের দল।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here