সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হিরো আলম

0

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার মহাখালী সাততলা বস্তি এলাকায় দফায় দফায় হামলার শিকার হন তিনি। 

বেলা ১২টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআরবি) গেট সংলগ্ন সাততলা বস্তির প্রবেশ মুখ থেকে জনসংযোগ শুরু করেন একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম। এ সময় ২০-২৫ জন নারী সদস্যের একটি দল তাকে বস্তিতে প্রবেশে বাধা দান করে। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন, ‘সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর মহিলা বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।’

অপরদিকে নিজেকে স্থানীয় কাউন্সিলর মো. নাসিরের অনুসারী দাবি করে হামলায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী গণমাধ্যমকে বলেন, ‘হিরো আলম আমাদের ওপর আগে হামলা করেছেন, আমরা প্রতিহত করছি। তিনি একজন টিকটকার, তিনি এমপি ইলেকশনের কী বুঝেন? তার কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here