সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখ্ত পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট।
এ আসনে ৪ লাখ ৭২ হাজার ৪৩ জন ভোটের মধ্যে ২ লাখ ২ হাজার ১২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন যা শতকরা ৪২.৮ শতাংশ। এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারিভাবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রাত ১০টা ২০ মিনিটে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।