সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি, দেবহাটা,কালিগঞ্জ, শ্যামনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, এর আগে গত দুই দিনে জেলায় আরো ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।