সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকায় পাঁচটি মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল ও খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারী (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।
স্থানীয়রা জানান, সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন মাহমুদুর রহমান। এ সময়ে বকচরা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশ দিয়ে আসা আরো তিনটি মোটরসাইকেলের একত্রে সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে আব্দুল বারী নিহত হন। অপরদিকে তার ছেলে রেজোয়ানকে অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।