‘বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের’ প্রতিবাদে সাতক্ষীরায় হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে শহরের পিএন হাই স্কুলের মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে এসে শেষ হয়। এদিকে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ও যুগ্ন আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর আহম্মেদ সুজনের নেতৃত্বে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও হরতাল বিরোধী যুবলীগের পৃথক একটি মিছিল জেলা আওয়ামী লীগে’র শান্তি সমাবেশে যোগ দেয়।