বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। রবিবার বেলা ১১টার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের নেতা সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।