সাড়ে ১৭ বছর নিষিদ্ধ রিজওয়ান

0

সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে রিজওয়ানসহ ৮ ক্রিকেটারকে জেরা করা হয়। যেখানে বাংলাদেশের নাসির হোসেনও ছিলেন। যিনি বর্তমানে দুই বছরের জন্য নিষিদ্ধ আছেন। এবার বড় শাস্তি পেলেন ইংলিশ ক্রিকেটার রিজওয়ান। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে রিজওয়ানের এই শাস্তি কার্যকর হবে।

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টুর্নামেন্টে অংশ নেওয়া কাউকে ফিক্সিং করার জন্য অনুরোধ করা, প্ররোচিত করা, প্রলুব্ধ করা। শুধু তাই নয়, কোন পদ্ধতি বা পন্থায় দুর্নীতি করা হয়েছে তার সম্পূর্ণ বিবরণ তদন্ত করা অফিসারদের না দেওয়া এবং তদন্তে সাহায্য না করা। 

এ বিষয়ে আইসিসির জেনারেল মানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘পেশাদার ক্রিকেটারদের দুর্নীতির চেষ্টার জন্য রিজওয়ান জাভেদকে ক্রিকেট থেকে দীর্ঘদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here