সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ নিজ গ্রামে গেল এয়ার অ্যাম্বুলেন্সে

0
সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ নিজ গ্রামে গেল এয়ার অ্যাম্বুলেন্সে

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি সাজেকে বেড়াতে এসেছিলেন সড়কপথে। তবে তাকে বেড়ানো শেষে ফিরতে হলো উড়াল পথে নিথর দেহ হয়ে। রাঙামাটির সাজেকের শিজকছড়ায় জীপ গাড়ি (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রিংকির (২৩)। তার মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় নিজ গ্রামে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ৩টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ গাইবান্ধায় পাঠানো হয়। এসময় সার্বিক সহযোগিতা প্রদান করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা। মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান,  শিক্ষার্থী রনজিত রায়, খাগড়াছড়ি রিজিয়নের জিটু মেজর কাজী মোস্তফা আরেফিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র থেকে (চাঁদের গাড়ি) জীপ গাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন রিংকি। একই গাড়িতে থাকা তার সহপাঠী ১২ জন আহত হন। রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here