সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাইবান্ধার সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোহরের নামাজ শেষে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নির্মাণস্থল পরিদর্শন করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, সাঘাটা থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, ফুলছড়ি থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, এসআই উজ্জ্বল শাহ্, ডিএজবি ডিআইও খায়রুজ্জামান, মসজিদ কমিটির সহ-সভাপতি অুল খালেক আকন্দ এবং কোষাধ্যক্ষ লাল মিয়া আকন্দসহ এতে রাজনৈতিক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত জামে মসজিদের পেশ ইমাম আহসান হাবিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here