সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন। বোর্ড জানিয়েছে, টেস্ট খেলেই আইপিএলে যেতে হবে এই ক্রিকেটারদের।
বিসিবরি এমন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ক্রিকেটারদের কীসে লাভ সেদিকেই মনোযোগ দিতে হবে।
মাশরাফির মতে, ‘ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত। ওরা যদি মন থেকে যেতে চায়, তাহলে কেন নয়? টেস্ট ম্যাচ যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে, আমার মনে হয়, এটা সামলানোর সামর্থ্য আছে।’
তিনি আরো যোগ করেন, ‘যে তিনজন ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, তারা যদি যেতে চায়, অবশ্যই যেতে দেওয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। শুধু শুধু আমাদের (সাকিব-লিটনদের) আটকে রেখে লাভ কী?’
মাশরাফির পরামর্শ ‘সাকিব-লিটন ওদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এত কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই।’