সাকিব-মিরাজরা বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে: হেরাথ

0

ভারত বিশ্বকাপে এক্স-ফ্যাক্টর হতে পারেন স্পিনাররা। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং লাইনআপে আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ স্পিনাররা। টাইগারদের স্পিন ইউনিট নিয়ে আশাবাদী রঙ্গনা হেরাথ।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব, মেহেদির সঙ্গে আরও কিছু স্পিনার থাকবে স্কোয়াডে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে। এসব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনুশীলন ক্যাম্প চলবে। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে ক্যাম্পটি দারুণভাবে এগোবে।’

বিশ্বকাপের মতো বড় আসরে অনেক চ্যালেঞ্জ থাকবে। সেগুলো আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে পারলেই সফলতা পাওয়া সম্ভব এমনটাই ধারণা হেরাথের, ‘বিশ্বকাপে যে কোনো সময় আবেগি সময় আসতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকটাই নিতে হবে। আমরা সবাই বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি। যেটা বললাম, আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে। ইমোশনাল হওয়া চলবে না। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here