সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন দুর্দান্তভাবে। তিনি ব্যাট ধরলেই যেনো এখন রান-বন্যা বয়ে যায়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ক্ষণে দানবীয় রূপে হাজির হলেন সাকিব। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে করলেন ৬২ রান।
সাকিব ছাড়াও ব্যাট হাতে ঝড় তোলেন মেহেদী হাসান। ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শামীম হোসেন পাটোয়ারী খুব একটা থিতু হতে না পারলেও ৯ বলে ১৭ মারদাঙ্গা ইনিংস খেলেছেন।
চট্টগ্রামের হয়ে তিন উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। রংপুরের নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান তুলতে খোয়া যায় ৮ উইকেট। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে চলতি আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে আসে রাইডাররা।