ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের দাপুটে বোলিংয়ে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ৫০ রানের জয়ের সুবাদে হোয়াটওয়াশ এড়ালো টাইগাররা।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে ৪৩.১ ওভারেই ১৯৬ রান তুলতেই সব উইকেট হারায় সফরকারীরা।