ফুটবলে লিওনেল মেসির ভক্ত বাংলাদেশ ক্রিকেট দলের দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। সে খবর আর্জেন্টাইনরাও জানে। তাই সাকিবকে ওরা পাঠিয়েছে জার্সি।
আর্জেন্টিনার পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের পক্ষ থেকে এই জার্সি পাঠানো হয়েছে।
সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকসের পাঠানো আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি গ্রহণ করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়েছেন তারা। ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্দ জার্সিটি বাংলাদেশ পর্যন্ত এনেছেন।’
ধারাভাষ্যকার লিওনার্দ এ নিয়ে বলেছেন, ‘বুয়েনস এইরেসে আইসিসির বাছাইপর্বে ধারাভাষ্য দিচ্ছিলাম। সেটা এই সিরিজের আগে। সেখানে টুর্নামেন্টের শেষ দিনে (আর্জেন্টিনার) খেলোয়াড়েরা জানতে চেয়েছিল, এখান থেকে আমি কোথায় যাব। বললাম, আমার পরের গন্তব্য বাংলাদেশ। তারা বলল, খুব ভালো, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এ দুটি দেশের বন্ধন প্রবল। তারা জানতে চাইল, তাদের পক্ষ থেকে সাকিবের জন্য উপহার হিসেবে আমি জার্সি নিয়ে যেতে পারব কি না? এ ছাড়া ভিডিও বার্তাও তারা পাঠিয়েছে। তখনো জানতাম না এটা সম্ভব কি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টাই করেছি। বিসিবি মিডিয়া টিমও সাহায্য করেছে। আমি একজন সামান্য বার্তাবাহক, সাহায্য করতে পেরে ভালো লাগছে।’
সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের অধিনায়ক আলিসন স্টোকস বলেছেন, ‘হ্যালো সাকিব, কেমন আছেন? আমার নাম আলিসন স্টোকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। আমি জানি আপনি একটি উপহার পেয়েছেন। আশা করি আপনার পছন্দ হবে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটা সমর্থন করে, তা আমি জানি। একইভাবে আমি এবং আমরা সবাই আপনাদের দেশের ক্রিকেটকে সমর্থন করি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সৌভাগ্য কামনা করছি।’
আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো সাকিব। আমি এরনাম ফেনেল, আর্জেন্টিনার অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। জার্সিটা তারই প্রশংসাসূচক উপহার।’