রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান। মাঠে নামেন, আর নতুন রেকর্ড গড়েন। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাত্র ২৪ রান করলেই নতুন আরেকটি মাইলফলক গড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম ইকবালের (৮১৪৩ রান) পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের (৬৯৭৬ রান) ক্লাবে নাম লেখাবেন সাকিব। একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)।
সাকিব যখন নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে, তখন তার ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন টাইগার হেড কোচ হাতুরাসিংহে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মিডিয়ার মুখোমুখিতে টাইগার কোচ বলেন, দলের প্রয়োজনে ব্যাটিং করানো হবে সাকিবকে, ‘যেসব পজিশনে সাকিব ব্যাট করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।’