বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। সে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই ফিরে আসেন দেশে।
সাকিবের সেই চোটের দুই সপ্তাহ হয়ে গেছে। আরও এক সপ্তাহ পর তার ইনজুরির বিষয়ে আপডেট জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার জানিয়েছেন সাকিবের ব্যথা কমে এসেছে।