সাকিব আল হাসান আবারও ওয়ানডে নেতৃত্ব ফিরে পেয়েছেন। এ নিয়ে চতুর্থবার দায়িত্ব পেলেন দেশসেরা ক্রিকেটার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল আনুষ্ঠানিকভাবে সাকিবকে অধিনায়ক ঘোষণা করেছেন।
সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে ৫০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ২৩টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ২৬ ম্যাচে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সাকিবের চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয় করেছেন কেবল মাশরাফি (৫০) ও হাবিবুল বাশার (২৯)।